
ভারতনামা
সুনীল শর্মাচার্য
ভারতনামা
১
থালা বাজাও, দিয়া জ্বালাও
লকডাউনের রাত্রি,
শঙ্খ ফুঁ দাও, ঘণ্টা বাজাও
করোনার সব যাত্রী!
.
রাজনীতির ফায়দা নিতে
জ্বাললো যারাই বাতি,
ফাটিয়ে বাজি ফানুস ওড়ে
মিলবে কি আর ভাতি?
.
জ্ঞান যেখানে ধর্মে মোড়া
প্রাণ সেখানে নেই,
দুখী আর্তি মরবে সবাই
চিকিৎসা তো নেই!
.
কেমন দেশ, কেমন মানুষ
ভাবতে লাগে ভয়,
জ্বাললে আলো যায় না কালো
হয় না রোগের ক্ষয়!
.
২
গো-মূত্র পানে বিধান দিয়ে
বোঝায় শাস্ত্রের মানে,
রাজনীতির ফায়দা লুটতে
বিষমন্ত্র দেয় কানে!
.
ক্ষুধার কথা বললে দেখি :
টান পড়ে তহবিলে,
এসব নিয়ে বচসা চলে
দল উপদল মিলে!
.
এসব কথা তাদের কথা
নতুনত্ব আর নেই,
রাম ভক্ত হনুর কীর্তন
শুনেই হারাই খেই!
.
৩
গরিব-দুঃখী চাইতে জানে
তারা সবই পায়,
সরকারের সব সুবিধা
মধ্যবিত্তের নাই!
.
মধ্যবিত্ত হাত পাতে না
কষ্ট চেপে রাখে,
অনাহারে মরলেও তারা
চোখে লজ্জা ঢাকে!
.
দেশের এই আজব বিচার
উচ্চ নীচ্চ আঁকি,
মধ্যবিত্তের নেই ভরসা
সবকিছু তার ফাঁকি!
.
৪
তাদের বিচার চাই রে
দেশ লুটে খায় যারা,
রক্ত চুষে খায় যারা,
তাদের বিচার চাই রে!
.
অর্থনীতি ধ্বংস করে
স্বৈরতন্ত্রের অসি ধরে
দেশ গড়ার ডাক রে,
ধিক্ তাদের কাজ রে
তাদের বিচার চাই রে!!
.
৫
ঘুটে পোড়ে গোবর হাসে
এই তো দেশের হাল,
বাদ্যি বাজায় গদি লোভী
বিছিয়ে বিভেদ জাল!
.
মিথ্যে দিয়ে লোক ভোলানো
হবেই হবেই কাল,
সত্য যদি বেরিয়েই পড়ে
ক্ষয় হবে জানমাল!
.
৬
একবার যদি তখতে বসে
ছাড়তে দেখি নারাজ,
এই কি তবে গণতন্ত্র?
এই কি তবে স্বরাজ?
.
৭
অন্ধকার দেশ
জাগরণ শেষ
তুই কি জানিস?
.
কোথাকার জল
কোথায় গড়ায়
বলতে পারিস!
.
৮
রাম ভজ রাম
অন্ধ ভক্ত ধাম
.
বল হরে রাম
কাম বাড়ে কাম
.
হরে কৃষ্ণ রাম
বিধি দেখি বাম!
.
৯
দায় নেই শুধুই ভাষণ
টিভির পর্দায় এসে,
সংকটের নেই তো দিশা
ভাষণ দেবার শেষে!
.
এ কেমন সর্বনেশে রাজা?
আঁকড়ে ধরেন ধর্ম,
জ্ঞান-বিজ্ঞানের কথা নেই
ভাষণই তার কর্ম!
.
বিপদকালীন সমাধান
দেখছি না তার কালে,
অন্ধ যুগের কু-মন্ত্রণা
সবার কানেই ঢালে!
.
১০
পথে নামলে হাজার বাঁধা
ভাবছে মানুষ গরু-গাধা!
.
প্রতিবাদের কাড়ছে ভাষা
ভোলায় মানুষ, ভোলায় আশা!
.
রক্ত শোষণ ব্যবসা চলে
জ্ঞানের কথা তারাই বলে :
.
রক্ত নিয়ে যাদের বড়াই
তাদের দেখে কে আর ডরাই?
.
বলছি ওগো, শুনুন মশাই
রাষ্ট্র খুনি, আসল কসাই!!
…………………
পড়ুন
কবিতা
সুনীল শর্মাচার্যের একগুচ্ছ কবিতা
সুনীল শর্মাচার্যের ক্ষুধাগুচ্ছ
লকডাউনগুচ্ছ : সুনীল শর্মাচার্য
সুনীল শর্মাচার্যের গ্রাম্য স্মৃতি
নিহিত মর্মকথা : সুনীল শর্মাচার্য
প্রয়াণগাথা : সুনীল শর্মাচার্য
মুক্তপদ্য
ইচিং বিচিং পদ্য : সুনীল শর্মাচার্য
ছড়া
গল্প
এক সমাজবিরোধী ও টেলিফোনের গল্প : সুনীল শর্মাচার্য
আঁধার বদলায় : সুনীল শর্মাচার্য
প্রবন্ধ
কবির ভাষা, কবিতার ভাষা : সুনীল শর্মাচার্য
মতামত
মুক্তগদ্য
খুচরো কথা চারপাশে : সুনীল শর্মাচার্য
‘দ্য স্যাটানিক ভার্সেস’ পাঠ্যান্তে
ভারতের কৃষিবিল যেন আলাদিনের চেরাগ-এ-জিন
বাঙালিদের বাংলা চর্চা : খণ্ড ভারতে
ভারতে চীনা দ্রব্য বয়কট : বিষয়টা হাল্কা ভাবলেও, সমস্যাটা কঠিন এবং আমরা
রাজনীতি বোঝো, অর্থনীতি বোঝো! বনাম ভারতের যুবসমাজ
ভারতে শুধু অমর্ত্য সেন নয়, বাঙালি সংস্কৃতি আক্রান্ত
ভারতের CAA NRC নিয়ে দু’চার কথা
ভারতের এবারের বাজেট আসলে অশ্বডিম্ব, না ঘরকা না ঘাটকা, শুধু কর্পোরেট কা
ইন্ডিয়া ইউনাইটেড বনাম সেলিব্রিটিদের শানে-নজুল
করোনা, ভারতীয় জনগণ ও তার সমস্যা
1 thought on “ভারতনামা”